Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর তুরাগে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৬ এএম

রাজধানীর তুরাগের বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। নিহত শহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‍্যাবের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের ভাষ্যমতে, ডাকাতদলের সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের সদস্যদের ওপর ডাকাতদল গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত শহীদ নিহত হন। আর ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন এই র‍্যাব কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ