মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছাড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক স্টিফেন কিং। তার ফেসবুক ছাড়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভুল তথ্য আর ভুলভাল খবর প্রকাশ।
গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন। এর আগে ফেসবুক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফেসবুকে ব্যাপকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা।
স্টিফেন কিং তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্যটি জানান গত শনিবার। তাতে তিনি লিখেছেন ‘আমি ফেসবুক ছেড়ে যাচ্ছি। এই মিথ্যা তথ্যের বন্যার মাঝে আমি মোটেই স্বস্তিবোধ করছি না। এতে রাজনৈতিক মিথ্যাচারের বিজ্ঞাপন চলছে।’ তিনি আরো লেখেন, ‘আমি ফেসবুকে মোটেই আস্থা রাখতে পারছি না। ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখতে পারবে না। আপনারা কেউ যদি চান তো, আমাকে টুইটারে পাবেন।’ সূত্র : ফোর্বস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।