Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফেসবুককে বাই বাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছাড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক স্টিফেন কিং। তার ফেসবুক ছাড়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভুল তথ্য আর ভুলভাল খবর প্রকাশ।
গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন। এর আগে ফেসবুক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফেসবুকে ব্যাপকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা।

স্টিফেন কিং তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্যটি জানান গত শনিবার। তাতে তিনি লিখেছেন ‘আমি ফেসবুক ছেড়ে যাচ্ছি। এই মিথ্যা তথ্যের বন্যার মাঝে আমি মোটেই স্বস্তিবোধ করছি না। এতে রাজনৈতিক মিথ্যাচারের বিজ্ঞাপন চলছে।’ তিনি আরো লেখেন, ‘আমি ফেসবুকে মোটেই আস্থা রাখতে পারছি না। ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখতে পারবে না। আপনারা কেউ যদি চান তো, আমাকে টুইটারে পাবেন।’ সূত্র : ফোর্বস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ