Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইন ও চিন রাজ্যে ফের ইন্টারনেট বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সহিংসতা কবলিত রাখাইন ও চিন রাজ্যে আবারও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। এখন থেকে ৫ মাস আগে এমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু আবারও সেই একই রকম নির্দেশনা দেয়া হয়েছে মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় থেকে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এ বিষয়ে নরওয়ের মোবাইল ফোন অপারেটর টেলিনর গ্রæপ একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য রাখাইন ও চিন রাজ্যের ৫টি শহরে মোবাইলে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওই মন্ত্রণালয়। মিয়ানমারের সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীদের মধ্যে সংঘাত সমাধানের জন্য শান্তি আলোচনার প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে রাখাইনের মংডু, বুথিডাং, রাথেডাং এবং মাইবোন, চিন রাজ্যের একটি শহরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হয়েছিল। টেলিনর বলেছে, এ ছাড়া গত বছর জুনে প্রথমবার যখন ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়, তখনকার চারটি শহরে এখনও ইন্টারনেট বন্ধ রয়েছে। মিয়ানমারের সামরিক মুখপাত্র তুন তুন নাই বলেছেন, ইন্টারনেট বন্ধ করে দেয়ার বিষয়ে অবহিত নয় সেনাবাহিনী। জি নিউজ, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ