Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক পাতা উল্টায় ৬ জনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ছবির মতো সুন্দর, সাজানো একটি ছোট্ট গ্রাম। মেরে কেটে ৩০০ লোকের বসবাস এই গ্রামে। আর এই গ্রামেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইটি। বইটি লম্বায় ৪.১৮ মিটার (প্রায় ১৪ ফুট) আর চওড়ায় ৩.৭৭ মিটার (প্রায় সাড়ে ১২ ফুট)। বইটিতে রয়েছে মোট ৩৪৬ পৃষ্ঠা বা পাতা। এটির ওজন ১,৪২০ কেজি। এর এক একটি পাতা উল্টাতে লাগে অন্তত ৬ জনের সাহায্য! এই বইটি তৈরি করেছেন উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রির বাসিন্দা ৭১ বছরের বেলা ভার্গা। কী রয়েছে এই বিশাল আকারের বইটিতে? বইটিতে লেখা রয়েছে এলাকার বায়ুমÐল, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলির কাঠামো ও অবস্থান, ভ‚খÐ সম্পর্কে অসংখ্য খুঁটিনাটি তথ্য। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন বেলা। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি। বেলা জানান, শুধুমাত্র এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেগুলিও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাঙ্গেরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ