Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই দিনে চলে গেল দম্পতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

জীবনের প্রায় ছয় দশকের বেশি সময় ধরে একসঙ্গে কাটিয়েছেন তারা। দীর্ঘ সময় হাত ধরে জীবন পার করে শেষ পর্যন্ত একই দিনে (সোমবার) ইন্তেকাল করেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতে এই ঘটনা ঘটে। দুজনকে পাশাপাশি কবর দেওয়া হবে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার ওয়াদি ঘালেইলা শহরে বাস করতেন ওই দম্পতি। ১০৭ বছর বয়সী গাজি আলি গাজি তার স্ত্রী শাইখা সুলাইমান আল হাবাসের (৯০) মৃত্যুর সাড়ে ১২ ঘণ্টা পরেই মারা গেছেন। এই বয়স্ক দম্পতির মৃত্যুর পর তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই শোকাহত। কিন্তু আমি এটা জানি যে, তারা খুব শান্তিতে আছেন এবং তারা আবার একসঙ্গে হবেন। শাইখা স্থানীয় সময় সোমবার ভোর ৪টায় মারা যান। এরপর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার স্বামী গাজি আলি গাজির মৃত্যু হয়েছে। বেঁচে থাকাকালীন খুব কম সময়ই আলাদা থেকেছেন এই দম্পতি। ওই দম্পতির নাতি মোহাম্মদ আলি আল সেহি বলেন, তার দাদা বয়স্ক হয়ে যাওয়ায় বেশি কিছু রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন বলে তার স্ত্রীর মৃত্যুর কথা তাকে জানানো হয়নি। তাদের মৃত্যুতে পুরো পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে। তাদের বড় মেয়ের বয়স ৬৫ এবং বড় ছেলের বয়স ৬০ বছর। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ