পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, সোনার বাংলা গড়তে ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল ও থাকবে। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের সম্পর্ক খুবই শক্তিশালী। আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপিত হবে। তাই মুজিববর্ষে আমরা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। আমি বিশ্বাস করি মুজিববর্ষে ভারতীয়দের অংশগ্রহণের মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে।
গতকাল সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। তিনি তার অনুভূতি ব্যক্ত করে আরো বলেন, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি খুবই গর্বিত। কারণ আমাদের এশিয়ার বিখ্যাত নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। তার কারণেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এত শক্তিশালী। ছোট বেলায় অল ইন্ডিয়া রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষন শুনতাম। তাই এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।
এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুরে হাইকমিশনার গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ি পরিদর্শন করেন। তিনি সেখানে হিন্দু নেতাদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ধৈর্য্যরে সাথে হিন্দু নেতাদের কথা শোনেন। পরে তিনি বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ির সভাপতি ডা. অরুন কান্তি বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে সর্বস্তরের হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।