মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে আমেরিকার পক্ষ থেকে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহবান জানিয়েছে ইরান ও তুরস্ক। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার এক টেলিফোনালাপে এ আহবান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগল্গু ওই টেলিফোনালাপে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে যে একপেশে ও মুসলিম স্বার্থ-বিরোধী পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা জানান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্ব›দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। আরটির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাস হওয়া প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও জোরালো উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এটি একেবারেই পরিষ্কার যে, এই শান্তি পরিকল্পনার কিছু অংশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সম্প‚র্ণ বিপরীত।” ট্রাম্পের প্রকাশ করা এই শান্তি পরিকল্পনার সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলে পেসকভ বলেন, “আমরা ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া দেখেছি, বহুসংখ্যক আরব রাষ্ট্রের প্রতিক্রিয়া দেখেছি। এসমস্ত প্রতিক্রিয়ায় ম‚লত এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে। তাতে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা অবশ্যই প্রশ্নের মুখে পড়েছে।” রোববার রাশিয়ার টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পেসকভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনা প্রকাশের পর রাশিয়ার পক্ষ থেকে পেসকভের এই বক্তব্যই প্রথম প্রতিক্রিয়া। এএফপির খবরে বলা হয়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র সমালোচনা করে বলেছেন, প্যারিস এখনো এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। তিনি রোববার এক বক্তব্যে এই একপেশে পরিকল্পনার প্রস্তুতকারকদের উদ্দেশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে জোর করে একপেশে পরিকল্পনা চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনিরা বিষয়টি নিয়ে জাতিসংঘে আলোচনা করার যে আহবান জানিয়েছে তার প্রতি প্যারিস্যের প‚র্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা করার দাবি জানানো হলে তার প্রতি ইতিবাচক সাড়া দেব ফ্রান্স। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গত ৩০ জানুয়ারি বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিন ও ইসরাইল উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে হবে। আনাদোলু, আরটি,এএফপি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।