Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

অসুস্থ সনিয়া গান্ধী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জ্বর এবং শ্বাসকষ্টের পাশাপাশি তিনি পেটে অসম্ভব যন্ত্রণা অনুভব করছেন জানা গিয়েছে। এই মুহ‚র্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তার। সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার বিকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সনিয়া গান্ধী। জ্বর এবং শ্বাসকষ্ট ছিলই, সেই সঙ্গে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় তার। তার জেরে সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধীও পৌঁছান সেখানে। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা বাকি তার। তাঁকে হাসপাতালে রেখেই সে সব পরীক্ষা হবে, নাকি ফিরে যেতে দেওয়া হবে, পরীক্ষার প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর তা ঠিক করবেন চিকিৎসকেরা। এই গঙ্গারাম হাসপাতালেই বরাবর চিকিৎসা করিয়ে আসছে গোটা গাঁধী পরিবার। এর আগেও সেখানে ভর্তি হয়েছেন সনিয়া। ২০১৭ সালে সেখানেই তার কাঁধে অস্ত্রোপচার হয়। সনিয়ার অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে দলীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই অসুস্থ
সনিয়া। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ