Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রজনীকান্ত’র ফিল্ম প্রযোজনায় কমল হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

কলিউড তথা তামিল চলচ্চিত্র জগতের সর্বশেষ বড় খবর হল দুই মেগা তারকা কমল হাসান আর রজনীকান্ত একটি চলচ্চিত্রের জন্য এক হচ্ছেন। তবে দুজনই এই চলচ্চিত্রে অভিনয় করবেন না, রজনীকান্ত অভিনয় করবেন কমল হাসানের প্রযোজনায়। চলচ্চিত্রটি পরিচালনা করবেন লোকেশ কনাগরাজ। রজনীকান্ত বর্তমানে পরিচালক সিভার ১৬৮তম চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন। পুরো রাজনীতিতে নিজেকে যুক্ত করার আগে তিনি তার সঙ্গে কমলের দীর্ঘদিনের বন্ধুত্বের স্মারক হিসেবে তার বিনিয়োগে আরও একটি চলচ্চিত্রে অভিনয় করবেন। সাম্প্রতিক এক অ্যাওয়ার্ড শোতে ‘কৈঠি’ চলচ্চিত্রের জন্য পরিচালক লোকেশের হাতে পুরস্কার তুলে দেয়ার সময় কমল এই আভাস দেন। কমলের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সাধারণত তার অভিনয়ে নির্মিত চলচ্চিত্র প্রযোজনা করে থাকে, তবে এর বাইরে সত্যরাজকে নিয়ে ব্যানারটি ‘কাডামাই কান্নিয়াম কাট্টুপাডু’, রেবতী উর্বশী, রোহিণীকে নিয়ে ‘মাগালির মাট্টুম’, মাধবনের অভিনয়ে ‘নালা দময়ন্তী’ এবং বিক্রমের অভিনয়ে ‘কাডারাম কোন্দান’ চলচ্চিত্রগুলোও নির্মাণ করেছে। যদি সব মিলে যায় কমলের প্রডাকশন এই প্রথম রজনীকান্তকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে। অচিরেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। কমল বর্তমানে ইন্ডিয়ান টু’র কাজ করছেন আর লোকেশ বিজয়ের অভিনয় ‘মাস্টার’ কাজ শুরু করারর প্রস্তুতি নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ