Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির নিরাপত্তায় ৬০০ কোটি টাকা বরাদ্দ, কমেছে জনগণের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ২:২৫ পিএম

ভারতের নতুন অর্থ বছরের বাজেটে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্যই প্রায় ৬০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। গত বাজেটে এই খাতে বরাদ্দ ছিলো ৫৪০ কোটি রুপি। মূলত মোদিকে নিরাপত্তা দেওয়া স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) এর পেছনে ব্যয় হয়ে এই বিপুল পরিমাণ অর্থ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) জন্য বাজেটে বরাদ্দ বাড়লেও কমেছে জনসাধারণের নিরাপত্তা খাতে। গত বছর এসপিজির জন্য বরাদ্দ হয়েছিল ৫৪০ কোটি ১৬ লাখ রুপি। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯২ কোটি ৫৫ লাখে।
অতীতে প্রধানমন্ত্রী ছাড়াও এসপিজির নিরাপত্তা পেতেন সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও। কিন্তু দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই এ আইনে পরিবর্তন আনেন নরেন্দ্র মোদি। নতুন আইনে একমাত্র প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরাই এসপিজির নিরাপত্তা পাবেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ৫২ কোটি রুপি বাড়লেও সেই তুলনায় অর্থ বরাদ্দ কমেছে পুলিশের আধুনিকীকরণে। এ খাতে গত বছরের তুলনায় প্রায় দেড়শ’ কোটি রুপি কম বরাদ্দ হয়েছে। সাধারণত এই খাতে কেন্দ্রীয় সরকার যে অর্থ রাজ্যগুলোকে দেয়, তা পুলিশের জন্য আধুনিক অস্ত্র-সরঞ্জাম কেনা, প্রযুক্তিগত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। বিরোধীদের অভিযোগ, এই খাতে অর্থ বরাদ্দ কম হওয়ায় পুলিশবাহিনীর আধুনিকীকরণ ধাক্কা খাবে।
এছাড়া বরাদ্দ কমেছে সীমান্ত ও মাওবাদী এলাকার পরিকাঠামো উন্নয়নেও। গত বছর বিভিন্ন রাজ্যের প্রকল্পে ৪ হাজার ৯৭৯ কোটি রুপি বরাদ্দ হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৫ কোটি। অর্থাৎ বরাদ্দ কমেছে প্রায় ৯৯৪ কোটি রুপি।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর ১৯৮৫ সালে এই এসপিজি গঠন করা হয়। প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেয়াই ছিলো এই বাহিনীর মূল দায়িত্ব। ১৯৯১-তে রাজীব গান্ধীকে হত্যা করার পর পুরো পরিবারকেই এসপিজি প্রোটেকশন দেয়া হয়। তবে বর্তমানে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এসপিজি-র নিরাপত্তা পান। তিন হাজার সদস্যের এই বাহিনী তার নিরাপত্তায় মোতায়েন থাকেন।
একাধিক প্রোটোকল ভাঙার অভিযোগ এনে গত বছরের নভেম্বরে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়। এর আগে গত অগস্টে তুলে নেয়া হয়ে ছিলো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর এসপিজি নিরাপত্তা। আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও ভিপি সিং-কেও এই নিরাপত্তা দেয়া হয় না। সূত্র: আনন্দবাজার পত্রিকা



 

Show all comments
  • ash ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২২ এএম says : 0
    HAHAHAHAHAHHAHAHAHAHAHAHAHHAHAHAHAHHAHAHAHAHAHAHAHAHAH
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ