বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে নুপুর আক্তার (১৯) নামের এক স্ত্রীকে আটক করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যাবান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিত নুপুর পার্শ¦বর্তী উৎরাপুর গ্রামের মৃত আজগর আলীর মেয়ে।
নির্যাতিত নুপুর আক্তার গতকাল রোববার জানান, ১০ মাস আগে পার্শ্ববর্তী দড়ি সত্যবান্দি গ্রামের হেলালের ছেলে মাসুদ রানা (২৬) এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। এমনকি তার শ্বাশুড়ি ও দেবর আনোয়ার, নয়ন মিলে মারধর করতো। এতে তার জীবন দুর্বিসহ হয়ে উঠে। নুপুরের মা রুবি বেগম জানান, ২৬ জানুয়ারি তার মেয়েকে আটক করে মারধর করে এবং তালাবদ্ধ করে রাখে। তাকে খাবার পর্যন্ত দেয়া হয়নি। পরে আমি বিষয়টি থানা পুলিশকে জানালে ২৮ জানুয়ারি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ২৮ জানুয়ারি মেয়েটি উদ্ধার করে তার মায়ের বাড়িতে দেয়া হয়েছে।
নুপুর জানান, পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। এখন আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।