Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে অকৃতকার্য বখাটে ছাত্রের সাথে পালিয়ে গেছে ৯ম শ্রেণীর ছাত্রী

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫৯ পিএম

টাঙ্গাইলের সখিপুরে দাড়িয়াপুর এস এ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে অকৃতকার্য বখাটে ইমন(১৮)এর সাথে পালিয়ে গেছে একই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে ওই ছাত্রীর ফুফু বাদী হয়ে ইমনকে একমাত্র আসামী করে সখিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩০জানুয়ারী/২০২০(বৃহস্পতিবার) সন্ধ্যার পর। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এসআই ওমর ফারুক উভয়ের বাড়ি পরিদর্শন করেছেন,তবে কাউকে আটক করেনি এবং পালিয়ে যাওয়া ছাত্র/ছাত্রীকেও খোঁজে পায়নি। জানা গেছে,দাড়িয়াপুর দয়ালের চালা এলাকার নুরুল হকের নাতি সিরাজুল ইসলামের ছেলে বখাটে ইমন দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী নিজার নাতিন শফিকুলের মেয়েকে ফুঁসলিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর চারদিন অতিবাহিত হবার পরও পালিয়ে যাওয়া কাউকে খোঁজে পাওয়া যায়নি বলে পালিয়ে যাওয়া উভয়ের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে। এ বিষয়ে ইমনকে একমাত্র আসামী করে ওই ছাত্রীর ফুফু মতিয়ার রহমানের স্ত্রী বুলবুলি বাদী হয়ে সখিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এসআই ওমর ফারুক বলেন,পালিয়ে যাওয়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্র-ছাত্রীকে খোঁজে বের করার জন্য চেষ্ট অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ