মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার সিডনিতে মাতাল চালকের গাড়ি চাপায় চার শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অপর আরো তিন শিশু আহত হয়। রোববার পুলিশ এ অভিযোগ তোলে। স‚ত্র মতে, সিডনীতে এক মাতাল চালক কয়েকটি শিশুর ওপর পিক আপ ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই দুই বোন, তাদের এক ভাই ও তাদের এক চাচাতো বোনের মৃত্যু হয় এবং অপর তিন জন গুরুতরভাবে আহত হয়। শনিবার রাতে সিডনীর পশ্চিমাঞ্চলের ওটল্যান্ডস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ২৯ বছর বয়সী ওই চালকের বিরুদ্ধে হত্যা ও উচ্চমাত্রায় মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। পুলিশ বলছে, শিশুরা ফুটপাতে ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ওপর উঠে পড়ে। নিহত চার শিশুর মধ্যে তিনটি মেয়ে যাদের বয়স ৮ থেকে ১২। ছেলেটির বয়স ১৩ বছর। আহতদের মধ্যে দুটি মেয়ে ও অপরটি ছেলে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তাদের অবস্থা স্থিতিশীল হয়েছে। নিহত দুই বোন ও এক ভাই ড্যানিয়েল ও লায়লা আবদুল্লাহ দম্পতির ছয় সন্তানের তিনটি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।