Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলার চরফ্যাশনে মঞ্চ মাতালেন শাকিব মৌসুমী পপি ও রিয়াজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভোলার চরফ্যাশনে দর্শক মাতিয়েছেন চলচ্চিত্র জগতের তারকারা। আনন্দ-উৎসব আর বিনোদনে কেটেছে তাদের বেশ কিছু মুহূর্ত। গত শনিবার বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন, চিত্রনায়ক শাকিব খান, রিয়াজ, চিত্রনায়িকা মৌসুমী ও পপি। তাদের পরিবেশনায় মেতে ওঠেন দর্শক, কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা। এছাড়াও তারকাদের দেখতে ছুটে আসেন উৎসুক জনতা। শুরুতেই মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে নাচেন। এরপরেই মঞ্চে ওঠেন নায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি। শাকিব খান তার পরিবেশনা শেষে বলেন, এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা। এছাড়াও মঞ্চে পারফর্ম করেছেন নায়ক সায়মন ও নায়িকা তমা মির্জা। জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ