বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মোজাহীদ (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্র ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলাম বুলবুলের একমাত্র ছেলে। সে উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
নিহত স্কুলছাত্রের চাচা টুকু মিয়া জানান, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে তার ভাতিজা মোজাহীদ স্কুল ছুটি শেষে স্কুল থেকে দেয়া বিস্কুট হাতে নিয়ে বাড়ি ফিরছিল। স্থানীয় আজিজার রহমান মাষ্টারের বাড়ি সংলগ্ন রাস্তায় ফুলবাড়ী বাজার থেকে ছেড়ে আসা বড়ভিটা বাজারমুখী একটি চলন্ত ইজিবাইকের সঙ্গে মোজাহীদ সাজোরে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ইজিবাইক চালক তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।