Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঈগল পরিবহন ও টমটমের সংঘর্ষে নিহত ১, আহত ১, আটক ১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৩ পিএম

কলাপাড়ায় ঈগল পরিবহনের ধাক্কায় জলিল(৪৫)নামের একজন টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দিনেশ শিয়ালী(৫০) নামের একজন। রবিবার সকাল নয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাইকবাড়ি বাড়ি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত জলিলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় জলিল সেখানেই মৃত্যু বরন করেন। এঘটনায় গাড়ি চালক শিপন(২৭) কে ঘটনাস্থল থেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

স্থাণীয়রা জানান, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১৪-৭২৩৩) একটি গাড়ি কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের পাইকবাড়ি নামক স্থানে মহিপুরগামী একটি টমটম কে পিছন থেকে ধাক্কা দেয়। এতে টমটম চালক জলিল ও টমটমে থাকা দিনেশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যতর চিকিৎসক গুরুতর আহত জলিলকে বরিশাল প্রেরন করলে সেখানে তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, ঈগল গাড়ি ও চালক শিপনকে আটক করা হয়েছে। আহত টমটম চালক জলিল বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে বলে শুনেছি। মৃতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ