Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

হরতালে সমর্থনে বিএনপি কাউন্সিলর প্রার্থীর মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৪:০২ পিএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফউদ্দিন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।


মিছিলটি বারিধারা প্রগতি সরণি থেকে শুরু করে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

হরতালের সমর্থনে মিছিলে ১৮নং ওয়ার্ডের বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

মিছিলে আরও যোগ দেন, গুলশান থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল খান রুবেল, ১৮ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি জাকির গুলশান থানা যুবদল নেতা রাজু, সুমন দেওয়ান, নজির ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা অন্তর, বিপ্লব সহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ