Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রথম নারী সিইওর নাম ঘোষণা করতেই কোম্পানির দাম বাড়লো ১৪০ কোটি ডলার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৩:০৩ পিএম

প্রথম নারী প্রধান নির্বাহীর নাম ঘোষণার পরপরই কোম্পানির দাম বাড়লো প্রায় দেড়শ কোটি ডলার! অনেকটা এমন ঘটনাই ঘটেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খুচরা পোশাক বিক্রি প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম-এর ক্ষেত্রে। কোম্পানির দুই দশক ধরে চেয়ারম্যান পদে থাকা স্টেফান পারসন গতকাল বৃহস্পতিবার মে মাসে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে কোম্পানির প্রথম নারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বর্তমান সিওও হেলেনা হেলমারসনের নাম ঘোষণা করা হয়েছে। এরপরই কোম্পানির শেয়ারের দাম ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এতে কোম্পানির বাজারমূল্যে যোগ হয়েছে ১৪০ কোটি ডলার।

দুই দশক ধরে এইচ অ্যান্ড এমের চেয়ারম্যান আছেন ৭২ বছর বয়সী সুইডেনের নাগরিক স্টেফান পারসন । তার অবসরের পর চেয়ারম্যান হবেন তারই ছেলে বর্তমান সিইও কার্ল জোহান। আর তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান চিফ অপারেটিং অফিসার (সিওও) হেলেনা হেলমারসন। এইচ অ্যান্ড এমের প্রথম নারী সিইও হতে যাচ্ছেন তিনি।
হেলমারসন ১৯৯৭ সালে ক্রয় বিভাগের অর্থনীতিবিদ হিসেবে এইচ অ্যান্ড এমে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর পাঁচ বছর টেকসই ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বছরখানেক আগে তিনি সিওও হন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, একলাফে শেয়ারদর বৃদ্ধির কারণে পারসনরা সুইডেনের শীর্ষ ধনী পরিবার তো থাকছেনই, সেই সঙ্গে তাদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার কোটি ডলার।

২০০৯ সালে স্টেফান পারসনের পুত্র কার্ল-জোহান সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত এইচ অ্যান্ড এমের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ১০ শতাংশ। যা কোম্পানির বৃহত্তম প্রতিদ্বন্দ্বী জারার মালিক ইন্ডিটেক্সের তুলনায় চারগুণ বেশি।

এইচ অ্যান্ড এমের বিপণন কৌশলের কারণে প্রইমার্কের মতো কোম্পানি মূল্য হ্রাস, অ্যাসোস পিএলসি এবং জালান্ডো এসই এর মতো অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান বিভিন্ন অফারে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এইচ অ্যান্ড এম জানিয়েছে, গত ৩০ নভেম্বর সমাপ্ত প্রান্তিকে কর পরিশোধপূর্ব মুনাফা হয়েছে ৫৬ কোটি ডলার বা ৫৪০ কোটি ক্রোনার। যেখানে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন মুনাফা হবে ৪৮০ কোটি ক্রোনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ