Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আশুলিয়ায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৮ এএম | আপডেট : ১২:০০ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২০

ঢাকার সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকসা চালক ও আরোহী এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটি আটক করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ।

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী মালেকা বেগম (২৬), তাদের শিশু কন্যা ফাতেমা বেগম (০৪) ও রিকসা চালক জুয়েল রানা (৩৮) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মালেকা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতেপরিবার নিয়ে ভাড়া থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকসা রিকশা যোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌছলে পেছন থেকে মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি দ্রæতগামী বাস তাদের বহককারী রিকসাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান।

তিনি বলেন, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক বলেন, পুলিশ গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ