গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় ভোর ছয়টা থেকে শুরু হয় হরতাল। তবে হরতালে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হরতাল চলাকালে নগরীতে কিছু কিছু বাস ও মিনিবাস চলাচল করছে। তবে নগরজুড়ে রিকশার আধিক্যই বেশি দেখা গেছে।
এদিকে হরতালের সমর্থনে শনিবার রাতে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের গলি পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়।
এর আগে এক সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ এনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালকে সমর্থন জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারাও। হরতালে সহিংসতা হলে কোনো ধরনের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।
অন্যদিকে, হরতালে বাস ও মিনিবাস চলাচল করবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার রাতে সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। ভোরে নগরীতে বাস ও মিনিবাস চলাচল না করলেও সকাল ৮টার পর চলতে দেখা গেছে। দূরপাল্লার বাসও ভোরে ঢাকায় এসেছে। সায়েদাবাদ বাস টার্মিনালের মালিক সমিতির এক নেতা জানান, সকাল ৭টার পর থেকে টার্মিনাল থেকে দুরপাল্লার বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। তিনি জানান, যাত্রী সঙ্কটে অনেক বাসের সিডিউল বাতিল হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।