Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হলেন নাসরিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

এক সময়ের চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী নাসরিন এখন রেস্টুরেন্ট ব্যবসায় ব্যস্ত হয় উঠেছেন। সম্প্রতি গ্র্যাভিটি টাইম নামে মিরপুরে একটি রেস্টুরেন্ট খুলেছেন। মিরপুর কমার্স কলেজের বিজ্ঞান ভবনের উল্টো পাশে তার এই রেস্টুরেন্ট। এর আগে গত ১৬ ডিসেম্বর দি রিয়েল ডাইন নামে একটি রেস্টুরেন্ট খুলেন। মিরপুরের ৬০ ফিট রাস্তায় ছাপড়া মসজিদের উল্টো পাশে অবস্থিত এই রেস্টুরেন্ট দিয়ে তিনি ব্যবসা শুরু করেন। নাসরিন জানান, খাবারের প্রতি সব সময়ই আমার আগ্রহ ছিল। তবে ব্যবসা করব, আগে ভাবিনি। আমরা যারা চলচ্চিত্রে কাজ করি, তারা খাবারের বিষয়ে একটু বেশি চুজি। তবে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলে পরিবেশ দেখে আর খেতে ইচ্ছে করে না। সেখান থেকেই মূলত আমার এ ব্যবসায়ে যুক্ত হওয়া। আমার স্বামীর এক বন্ধু, যিনি বিদেশ থেকে রেস্টুরেন্টের ওপর পড়াশোনা করে এসেছেন, তিনি আমাকে অফার করার পর মনে হলো এমন একটি ব্যবসা করা যায়। স্বাস্থ্যসম্মত খাবার মানুষকে খাওয়াতে পারলে আল্লাহও খুশি হবেন। চলচ্চিত্র প্রসঙ্গে নাসরিন বলেন, এখন আর আগের মতো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। সংখ্যায় এখন অনেক কম। এ কারণে চলচ্চিত্রে অভিনয় কমে গেছে। তা ছাড়া সিনিয়র শিল্পী হিসেবে দর্শকের কাছে একটা কমিটমেন্ট আছে, চাইলেই যেকোনো সিনেমায় কাজ করতে পারি না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেস্টুরেন্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ