গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কিছু বিচ্ছিন্ন সংঘর্ষসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ। এখন ফলাফল আসতে শুরু করেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
নগরপিতা নির্বাচন করতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ভোটারদের লাইন দেখা যায়। তুলনামূলক ভোটার উপস্থিতি কম হলেও নগর জুড়ে ছিল উৎসবের আমেজ।
এবার প্রথমবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হয় ইভিএম প্রযুক্তিতে।
এবার ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন নারী ভোটার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ডিএসসিসিতে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার রয়েছেন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।
ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিএনপির পক্ষে অভিযোগ করা হয়, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে সমস্যা হচ্ছে, ঢুকতে পারলেও কোথাও কোথাও বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হচ্ছে না।
তবে আওয়ামী লীগের দাবি, নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যা অভিযোগ তাদের রাজনৈতিক কৌশল।
বিএনপির পোলিং এজেন্ট না থাকার বিষয়ে ডিএসসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করে জানান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, এজেন্ট থাকবে কোথা থেকে। একই অভিযোগ করেছেন উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিউ আউয়ালেরও।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষমতাশীল মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বিএনপির সাংগঠনিক ক্ষমতা নেই তাই এজেন্ট দিতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।