Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে নগদ টাকা মাদকসহ ৪ জুয়াড়ি আটক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৩ পিএম

পটুয়াখালীর মহিপুরে ১০ পিস ইয়াবা, ৭টি মোবাইল, জুয়া খেলার ও ইয়াবা খাওয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগত ৬৫ হাজার ৬০০ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রা‌তে মহিপুর বাজারের পুর্ব পাশে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, আবুল কালাম (৪০), আবুল বাশার (২৫), মোঃ জাকির হোসেন (৩৭) ও মোঃ নুর হোসেন ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান, দীর্ঘ‌দিন ধ‌রে ওই এলাকার এক‌টি সঙ্গবদ্ধ দল জুয়ার আসর চা‌লি‌য়ে আস‌ছিল। এরই ধারাবা‌হিকতায় শনিবার গভীর রাতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বাজারের পুর্ব পাশে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা, ৭টি মোবাইল, জুয়া খেলার ও ইয়াবা খাওয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগত ৬৫ হাজার ৬০০ টাকাসহ ৪ জন জুয়াড়িকে আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ