গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কেন্দ্রে টিকে থাকার জন্য পোলিং এজেন্টদের তো সামর্থ্য থাকতে হবে। বললো বের হয়ে যাও, আর বের হয়ে গেল, এটা হলে তো হবে না। বের হতে বললে তিনি বলবে আমি বের হবো না। তিনি প্রতিহিত করবেন। তারপর কাজ না হলে এজেন্টরা রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নূরুল হুদা বলেন, বের করে দিচ্ছে বললেই বের হবে কেন? তাকে সেখানে টিকে থাকতে হবে। কেউ বললেই বের হয়ে যাবে বিষয়টা এমন না, তার সামর্থ্য থাকতে হবে।
এ ছাড়া ফিঙ্গার প্রিন্ট না মেলায় অনেকের ভোট দিতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘ভোট দিতে পারার তিন-চারটা উপায় আছে। আগের ভোটার কার্ড বা স্মার্ট কার্ড যে কোনো একটা দিয়েই তিনি ভোট দিতে পারবেন।’
ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরিবেশ তৈরি করেছি। ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। তারা ভোটারদের আনবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।