গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
যাত্রাবাড়ী শহীদ জিয়া গালর্স স্কুল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা দক্ষিণের ৪৮ নম্বার ওয়ার্ডের এ কেন্দ্রে সরকার দলীয় দুই কাউন্সিলর প্রার্থী হাজী আবুল কালাম ও একে ফজলুল হকের সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংর্ঘষ ঘটে। এক পর্যায়ে ফজুলল হকের সমর্থকদের পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেন আবুল কালামের লোকজন। এ সময় পুলিশকে নিরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়।
পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিজিবি চলে গেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।