গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সকাল ৮টায় শুরু হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ঢাকা দক্ষিণে প্রতিপক্ষের হামলায় বিএনপির দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তাঁদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মিডিয়া সেল জানায়, ১৬ নম্বর ওয়ার্ডের কাঠালবাগান খান হাসান স্কুলে প্রার্থী সিরাজুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এজেন্টদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়।
অপরদিকে, ১৮ নম্বর ওয়ার্ডে ঢাকা কলেজ কেন্দ্রে এজেন্টসহ প্রার্থীকে বের করে দেওয়া হয়। পরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যাওয়ার পথে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই প্রার্থীর ওপর হামলা চালায়। এতে প্রার্থী জাহাঙ্গীর পাটোয়ারীসহ তিনজন আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।