Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অস্কারে সম্মানিত হবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে গত ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট। ওই দুর্ঘটনায় ব্রায়ান্ট ছাড়াও তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারি অনোরে ব্রায়ান্টসহ আরও ৮ জন নিহত হন।
এই কিংবদন্তিকে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের আসরে সম্মানিত করা হবে। আগামী ৯ ফেব্রæয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্ব চলচ্চিত্রের বড় অনুষ্ঠান হবে। সেখানেই অস্কারজয়ী কোবি ব্রায়ান্টকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
২০১৮ সালে অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডিয়ার বাস্কেটবল’ সিনেমার জন্য অস্কার পান ব্রায়ান্ট। তার মৃত্যুও দিনেই অস্কারের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে তাকে শ্রদ্ধা জানানো হয়।
এনবিএ’র সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন ব্রায়ান্ট। দুই দশক লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। ২০১৬ সালে তিনি অবসরে যান। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান্ট। ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন এই ক্ষণজন্মা। সূত্র : ডেইলি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্কার

২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ