Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মিউজিক ভিডিওতে অভিনেত্রী তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। আকাশ সেন ও পারভিন সুলতানার দ্বৈত কণ্ঠে গাওয়া ‘তুমি এত ভালো কেন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। তার সঙ্গে আছেন আরেক মডেল সাব্বির অর্ণব। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মিউজিক ভিডিওটির শূটিং পূর্বাচল ও উত্তরার লোকেশনে শুটিং হয়েছে। তিশা বলেন, সব সময় গানে কাজ করি না। ভালো পরিচালক ও গানের ভালো গল্প থাকলে একটা-দুইটা কাজ করি। ২০১৭ সালে ভিকি জাহেদের পরিচালনায় ‘ঘুম জড়ানো’ শিরোনামে বাপ্পা মজুমদার ও কোনালের গাওয়া গানে মডেল হিসেবে অভিনয় করেছিলাম। ভিডিওটি নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। এরপর আর করা হয়নি। তুমি এত ভালো কেন গানে মডেল হওয়া প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, গানটি একটু সেমি ক্ল্যাসিক্যাল। দারুণ একটি গান। যেহেতু গানটির ভিডিও নির্মাতা ভিকি জাহেদ, এ বিশ্বাস থেকেই কাজটি করেছি। শরীফ আল-দীনের লেখা গানটির সুর নাজির মাহমুদের ও সংগীত করেছেন মুশফিক লিটু। ভালোবাসা দিবসে সেভেন টিউনস ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিশা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ