Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সততা স্টোর স্থাপনে অর্থ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক নীলফামারী জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য অর্থ বিতরণ করা হয়েছে। দুর্নীতি হলে শেষ নিজে বাঁচবো, বাঁচবে দেশ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল নীলফামারী জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ওই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এতে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) শেখ মেসহাব উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মোশাররফ হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি) মো. আব্দুল মোতালেব সরকার, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, নীলফামারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সততা স্টোর স্থাপনের জন্য ওই নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে জেলার ছয়টি উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিকে নগদ ২০ হাজার টাকা করে ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ