Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে দুদকের সততা তহবিল উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার দুপুরে সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদকের সততা তহবিল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যোগে দুদকের ঢাকা প্রধান কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহযোগিতায় সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা তহবিল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুপ্রকের সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে এই প্রথম সরিষাবাড়ীতে সততা তহবিল চালু হচ্ছে। যদি সরিষাবাড়ীর সততা তহবিল ভালোভাবে চলে তবে সারা দেশে সততা তহবিল গঠন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক রেভা হালদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দুপ্রকের সদস্য ওয়াজেদা পারভীন, দুপ্রকের সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আন্নু মিঞা। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ৫ হাজার, শিক্ষকমন্ডলী ৩ হাজার, শিক্ষার্থীরা ৫ হাজার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ২০ হাজার টাকা প্রধান অতিথির হাতে অনুদান হিসেবে প্রদান করেন। শিক্ষার্থী সেবায় ব্যবহারের জন্য প্রধান অতিথি জমাকৃত ২৮ হাজার টাকা অত্র বিদ্যালয়ের সততা সংঘের সদস্যদের হাতে তুলে দেন। তিনি দুদক হতে সহযোগিতারও আশ্বাস দেন। দেশের যেকোন ব্যক্তি এ সততা তহবিলে অর্থ বা পণ্য অনুদান হিসেবে দিতে পারবেন। সততা তহবিল উদ্বোধনের পর প্রধান অতিথি ২০জন শিক্ষার্থী নিয়ে ৪টি দলে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করে বিজয়ী দলসহ সকলের মাঝে পুরষ্কার বিতরনও করেন। পরে দ্বিতীয়ার্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সততা তহবিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ