Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুলিশের সহায়তায় শবনমের চুরি যাওয়া গাড়ি উদ্ধার

আহমেদ তেপান্তর: | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গত বছরের মার্চে গুলশান ক্লাবের আঙ্গিনা থেকে গভীর রাতে কিংবদন্তী অভিনেত্রী শবনমের ব্যক্তিগত গাড়িটি চুরি হয়ে গিয়েছিল। এ নিয়ে গুলশানা থানায় তিনি জিডি করলেও এর কোনো হদিস মিলছিল না। অবশেষে প্রশাসনের সহায়তায় প্রায় এক বছর পর তার গাড়িটি উদ্ধার হয়েছে। সম্প্রতি গাড়িটি রাজধানীর সবুজবাগ থানা পুলিশ করে। এ ব্যাপারে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, শবনম ম্যাডাম একজন কিংবদন্তী অভিনেত্রী। যখন দেখলাম তিনি স্বয়ং থানায় এসেছেন তখন আমাদের কাছে সবকিছুই স্পষ্ট হয়। আমরা চেষ্টা করেছি, উদ্ধার হওয়া গাড়িটি দ্রæত হস্তান্তর করতে। তবে কিছু আইনি বাধ্যবাধকতার কারণে একটু দেরী হয়ে গেছে। আমরা বিষয়টি বুঝিয়ে বলায় তিনি বুঝতে পেরেছেন। এ প্রসঙ্গে শবনম বলেন, এটা খুবই খুশির বিষয় যে, পুলিশের তৎপরতায় গাড়িটি উদ্ধার হয়েছে। গাড়িটি উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলাম। তবে কয়েক দিন আগে গুলশান থানা থেকে ফোন করে জানানো হয় গাড়িটি পাওয়া গেছে। জানতে পারি গাড়িটি সবুজবাগ থানা জব্দ করেছে। এরপর তারাই আন্তরিকতার সাথে ফোন করে আমাকে জানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমের সহযোগিতায় গাড়িটি ফেরত পাই। শবনম বলেন, গাড়িটি নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে। সেখানেও ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে যথেষ্ট সম্মান দিখিয়েছেন। আমার শরীর কেমন, কেন অভিনয় করছি না, অভিনয় করতে ইচ্ছা জাগে কি না এসবও জিজ্ঞাসা করেছেন। এর পাশাপাশি গুলশান এবং সবুজবাগ দুই থানা থেকেই যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এতটা আশাও করিনি। তখন বুঝতে পারলাম মানুষ আমাকে ভুলে যায়নি। একজন সেলিব্রেটি হিসেবে এটা অনেক বড় ব্যাপার। তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শবনম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ