প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী শবনম মুশতারী অসুস্থ হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। কাউকে চিনতে পারছেন না। দুই বছর আগে তার এই রোগ ধরা পড়ে। শবনম মুশতারীর ছোট বোন আরেক বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইয়াসমীন মুশতারী বলেন শবনম মুশতারী স্মৃতিশক্তি হারিয়েছেন। তিনি কাউকে চেনেন না, কথায় অসংলগ্নতা রয়েছে। তবে কাউকে না চিনলেও তিনি তা বুঝতে দেন না। তিনি জানান, গত বছর জন্মদিনে বোনেরা মিলে বাইরে খাওয়া-দাওয়া করেন শবনম মুশতারী। বাসায় ফেরার পর তার স্ট্রোক করে। দুই বছর তার ভুলে যাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু এক বছর ধরে কাউকে চিনতে পারছেন না। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিন মাস আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আপাতত বাসায় নার্স রেখে তার চিকিৎসা চলছে। তবে খাওয়াদাওয়া স্বাভাবিক আছে। ইয়াসমীন মুশতারী আক্ষেপ করে বলেন, কেউই শবনম মুশতারী অনেক দিন ধরে অসুস্থ কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ তার খোঁজ নেয়নি। তিনি বলেন, আমরা কারো সহযোগিতা চাইনি। অসুস্থতার খবর কেউ জানুক তাও চাইনি। কিন্তু দেশের বিশিষ্ট শিল্পীরা কেমন আছে, তার খোঁজ-খবর নেয়া তো উচিৎ। পয়সাপাতির জন্য নয়, ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছি কিনা, এ খবর নিয়ে সুব্যবস্থা করা তো রাষ্ট্রের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এটুকু কি আশা করতে পারি না? কিংবদন্তী শিল্পীদের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়ে ইয়াসমীন মুশতারী বলেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থা আছে, তাদের তো একবার হলেও জ্যেষ্ঠ শিল্পীদের খবর নেওয়া উচিত। বিনয়ের সঙ্গে বলছি, কিংবদন্তী যারা বেঁচে আছেন, তাদের একটু হলেও খোঁজ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অনেক দরদি মানুষ, কিন্তু সব খবর তো আর তার কান পর্যন্ত পৌঁছায় না! উল্লেখ্য, শবনম মুশতারী নওগাঁয় জন্মগ্রহণ করেন। তার বাবা কবি তালিম হোসেন আর মা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলাবিষয়ক পাতার স¤পাদক, কথাসাহিত্যিক। শবনম মুশতারীর এক ছেলে, এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী। শবনম মুশতারীর দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন। ষাটের দশকে শবনম মুশতারীর সঙ্গীতজীবনের শুরু। আধুনিক ও নজরুলসঙ্গীতে তার ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, লাইলী তোমার এসেছে ফিরিয়া, বেস্ট অব শবনম মুশতারী, প্রিয় কবির প্রিয় গান, প্রিয় এমন রাত ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।