Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রয়োজনে আমাকে বয়কট করেন-শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া সাম্প্রতিক সময়ে তার বিয়েবিচ্ছেদসহ ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে শবনম খুবই বিরক্ত। এসব সংবাদে অনেকে বুঝে, না বুঝে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এ নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটসের মাধ্যমে তার এ বিরক্তির কথা জানান। তিনি লিখেন, আমাকে নিয়ে কারণে-অকারণে অনেক সংবাদ হয়। কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়। মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলবো ভাষা খুঁজে পাই না। অবাক হবো, মন খারাপ করবো নাকি ক্ষোভ ঝাড়বো, বুঝি না। আর আমরাও নিউজ না পড়ে শিরোনাম দেখে কমেন্ট করি। আমাদের কি বোধশক্তি বলতে কিছুই নেই? আমরা কি এতই অবুঝ! তিনি লিখেন, অনেকে বলে, আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালোবাসে, তাই এতো নিউজ করে। ভাই বিশ্বাস করেন, আমার এতো ভালবাসার দরকার নাই। আমি সত্যিই টায়ার্ড। এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে। আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এতো আলোচনা-সমালোচনা আর ভালো লাগে না। এবার একটু দয়া করেন, আপনাদের ‘সংবাদ আতংক’ থেকে রেহাই দেন। প্রয়োজনে আমাকে বয়কট করেন। তাও একটু মুক্তি দেন। আমি এবং আমার পরিবার টায়ার্ড। প্লিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ