Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিনেমায় লাভ দূরের কথা পুঁজি উঠানোই কষ্টসাধ্য-শবনম পারভীন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে আগমন ঘটলেও অভিনেত্রী শবনম পারভীন এখন বেশি পরিচিত ইত্যাদির ‘নানী’ চরিত্রে অভিনয় করে। এছাড়া হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করেও তিনি দর্শকপ্রিয়তা পান। এ অভিনেত্রেী এখন চলচ্চিত্রের চেয়ে নাটকেই বেশি কাজ করছেন। বর্তমান তার ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদিও আমার পরিচিতি বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে। তবে বর্তমানে চলচ্চিত্রের এই চরম দুরবস্থার মধ্যে নিজেকে টেলিভিশন নাটক, টেলিফিল্মের অভিনয়ে ব্যস্ত রেখেছি। মনির হোসেন জীবনের নির্দেশনায় এসএ টেলিভিশনের জন্য নির্মিত ১০৪ পর্বের ধারাবাহিকে কাজ করেছি। অ্যাকশনধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ৭ জন নারী নিয়ে একটি গ্যাং। আমি গ্যাং লিডার। এছাড়া বহ্নিশিখা নাটকের কাজ শেষ করলাম। সঙ্গীতশিল্পী সালমার গানের মিউজিক ভিডিও ‘ময়নার বিয়া’তে অভিনয় করলাম। এছাড়া অনেকদিন বিরতির পর পরিচালক জাহিদ হোসেনের সিনেমা ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করেছি। গত সপ্তাহে রাজু চৌধুরী পরিচালিত ‘অনেক কষ্ট অনেক ব্যথা’ সিনেমায় অভিনয় করেছি। শবনম পারভীন বলেন, আমার জায়গা চলচ্চিত্র। সেখানে অভিনয়ের বাইরে প্রযোজনাও করেছি। ‘হুরমতি’ নামে আমার প্রযোজিত সিনেমাটি দীর্ঘদিন বাক্সবন্দি রয়েছে। মুক্তি দিতে পারছি না। সিনেমার অবস্থা শোচনীয় পর্যায়ে। লাভ দূরের কথা, পুঁজি উঠানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই সিনেমায় আমার অনেক অর্থ আটকে রয়েছে। আপাতত ছোট পর্দায় সময় দিচ্ছি। হানিফ সংকেতের ইত্যাদিতে ‘নানী’ চরিত্র নিয়ে তিনি বলেন, আমি হানিফ সংকেত ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমার অভিনয়ের ওপর ভরসা রেখেছেন এবং সুযোগ দিয়েছেন। নানী-নাতির অংশ সত্যিই দেশের টেলিভিশন দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শবনম পারভীন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ