বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদর এলাকায় ভুট্টাবোঝাই ট্রাকের চাকা খুলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। আহত হেলপারকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দেবদাথ জানায় গতকাল বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের মীরসরাই পৌরসদরের মারুফ স্কুল নিকটবর্তি স্থানে চট্টগ্রাম থেকে ঢাকামুঠি ভুট্রা বোঝাই দ্রুতগামী ট্রাক বি. বাড়িয়া ট- ০২-০০০৯ এর সামনের একটি চাকা খুলে গেলে চালক ট্রাক থেকে ঝাপ দিলে ট্রাকটি চালকেই চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় চালক মোঃ জাবেদ (২৮)। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আরমান খান এর পুত্র। এই সময় ট্রাকের হেলপার নুর আলম (৩২) ও গুরুতর আহত হলে তাকে চমেক হাপাতালে প্রেরণ করা হয়। ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ জানান ট্রাক ও ভুট্টাগুলো উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। ওরা এসে পৌছালেই মৃতদেহ হস্তান্তর করা হবে। অবশিষ্ট আইনগত বিষয়াদি প্রক্রিয়াধিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।