Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে ফিরছেন পরেশ বড়ুয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

প্রায় চার দশক পর আসামে ফিরছেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা প্রধান পরেশ বড়ুয়া। এমনটাই দাবি করেছে আউটলুক পত্রিকা। ভারতে সদ্য স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক বড়ো চুক্তি। পৃথক বড়োল্যান্ডের দাবি প্রত্যাহার করেছে উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড (এনডিএফবি)। এবার সেই পথেই চলার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-স্বাধীন (উলফা-আই) আউটলুক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি রঙ্গালি বিহু উপলক্ষে উলফার সঙ্গে শান্তি চুক্তি হিসেবে আসামবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার। এর জন্য সংগঠনটির সঙ্গে ব্যাক ডোর আলোচনাও চলছে। বাল্যবন্ধু রেবতী ফুকনের আবেদনে সাড়া দিয়েছেন পরেশ বড়ুয়া। স্বাধীন আসাম-এর দাবি ছেড়ে এবার আলোচনার জন্য প্রায় ৪০ বছর পর আসামে ফিরতে পারেন তিনি। যদিও, এর আগে একাধিকবার শান্তি প্রক্রিয়া এড়িয়ে গিয়েছেন পরেশ বড়ুয়া। পরেশ বড়ুয়ার দাবি ছিল, আলোচনা হলে তা হবে কোনও নিরপেক্ষ দেশে। এবং সেই শান্তি প্রক্রিয়া হবে জাতিসংঘের নজিরদারিতে। এমনকি এবারের সাধারণতন্ত্র দিবসে আসামে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে সংগঠনটি। মঙ্গলবার আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, বড়ো চুক্তি হয়েছে, এবার কেন্দ্রের ইচ্ছা আলফার সঙ্গেও আলোচনা হোক। আলফার একাংশের সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আলোচনায় আগ্রহ প্রকাশ করলে ভারতও উলফার সংগ্রাম পন্থী দলের প্রধান পরেশ বড়ুয়ার সঙ্গে আলোচনার জন্য তৈরি। সকলকে এক টেবিলে এনে চুক্তি করাই শ্রেয়। অন্যদিকে, পরেশ বড়ুয়া বড়ো চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, আসামকে ভাগ না করে করা এই চুক্তির জন্য অভিনন্দন। বড়োদের এত বছরের লড়াইয়ের জয় হলো। তারা নিজেদের অধিকার পেয়েছে। তাদের থেকে অন্যদের শেখার আছে। স¤প্রতি এনডিএফবি-এর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে আসাম সরকার। এই ত্রিপাক্ষিক চুক্তিতে সই করেছে অল বোড়ো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা আবসুও। এই চুক্তির ফলে, দীর্ঘদিন ধরে চলে আসা বড়োল্যান্ডের দাবি থেকে সরে এলো জঙ্গি সংগঠন এনডিএফবি। উত্তরপ‚র্ব ভারতের বোড়ো অধ্য‚ষিত এলাকাগুলি নিয়ে পৃথক বড়োল্যান্ড রাজ্যের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই জঙ্গি আন্দোলন চালাচ্ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড। এই সংগঠনটি অবশ্য বেশ কয়েকটি ভাগে বিভক্ত। অন্যদিকে, পৃথক বড়োল্যান্ডের দাবি নিয়ে অল বোড়ো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বড়োল্যান্ডের দাবি জানিয়ে আসছিল। আলোচনার মাধ্যমে এই দুই সংগঠনকে ম‚ল ধারায় ফিরিয়ে আনল কেন্দ্র। সোমবার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর আত্মসমর্পণ করল এনডিএফবির বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় জঙ্গি। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ