Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১:৫৫ পিএম

করিমগঞ্জের কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।

এছাড়া মামলায় আরো চার আসামিকে একবছর করে কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- করিমগঞ্জ হালঘড়া নোয়াবাদ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া।

এছাড়া একবছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মৃত হাফিজ উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া, সাত্তার মিয়া, একই গ্রামের মৃত ছমেদ মুন্সীর ছেলে আবুল হোসেন মুন্সী এবং হাফিজ উদ্দিনের স্ত্রী ফরিদা খাতুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ