Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকাসহ বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি, মেঘলা আকাশ, তাপমাত্রা বাড়তি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১১:৩৯ এএম

পশ্চিমা লঘুচাপের বলয়ের সাথে পূবালী বায়ুর মিলনের ফলে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বা গুঁড়ি গুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে।

দেশের অনেক এলাকায় আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া বিভাগ জানায়, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বিক্ষিপ্ত বৃষ্টি পড়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গায়।রাতের মধ্যে দেশের আরও কিছু এলাকায় গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।

সার্বিকভাবে তাপমাত্রার পারদ বাড়তির দিকে রয়েছে। সর্বনিম্ন পারদ তেঁতুলিয়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ৯.৮, ঢাকায় ১৫.৬, চট্টগ্রামে ১৪.৪ ডিগ্রি সে.। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মাঘের এই অসময়ে বৃষ্টির পর শীত ও কুয়াশার প্রকোপ আবারও বেড়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপমাত্রা

২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ