পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী চীনে সংক্রামক ব্যাধি করোনাভাইরাস মহামারী আকার ধারণকে জিনজিয়াং প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ওপর অকথ্য নির্যাতনের ফল কিনা তা ভেবে দেখার জন্যে চীনা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে বলেন, নির্যাতিত মানুষের আর্ত চিৎকারে মহান আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে।
এক বিবৃতিতে তিনি বলেন, আজ হানচীনদের অত্যাচার নির্যাতনে জিনজিয়াংয়ের সর্বত্র ধ্বনিত হচ্ছে উৎপীড়িত উইঘুর মুসলিম জনগণের আর্ত চিৎকার। ভেসে আসছে তাদের আহাজারি এবং সর্বত্র ধ্বনিত হচ্ছে ক্রন্দনরোল। ফলে চীনাদের প্রতি উইঘুর জনগণের অনাস্থা, অবিশ্বাস ও অসন্তোষ বেড়ে গেছে। এতে তারা হতাশ হতবাক ও ক্ষুব্ধ।
তিনি আরো উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে নিগ্রহের শিকার উইঘুর মুসলিম জনগণ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।
যেসব কারণে সর্বশক্তিমান আল্লাহর গজব নেমে আসে জিজিয়াং প্রদেশে সেই পরিস্থিতি বিদ্যমান কিনা তা অনধাবন করা উচিৎ।
তিনি বলেন, উইঘুরদের ওপর অভিভাসী হানচীনদের আধিপত্য বিস্তারের অপপ্রয়াসের ফলে মুসলমানদের মনে বহুদিন ধরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে।
তিনি করেনাভাইরাস সংক্রামক ব্যাধির কবল থেকে রক্ষার জন্যে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার অনন্ত অনুগ্রহ কামনা করে দোয়া করার জন্যে বাংলাদেশের জনগণের প্রতি আহŸান জানান। বিদ্যমান জটিল করোনাভাইরাস উৎপীড়িত উইঘুর মুসলিম জনগণের আর্ত চিৎকারের ফল এবং উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতনের অবধারিত কারণ তা উপলব্ধি করতে যেন চীনা মহল স্বচেষ্ট হয়, সে জন্যে দোয়া করতেও আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।