Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইঘুরে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে পথনাটক নিশ্চুপ মানবতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০২ এএম

চীনের তিয়ানানমেন স্কয়ার ট্র্যাজেডির ও উইঘুরে মুসলমান নির্যাতনের প্রতিবাদে সম্প্রতি প্রেসক্লাবের সামনে পথনাটক ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটকটি পরিবেশন করে সামাদ ভুঞা ও তার দল। নাম নিশ্চুপ মানবতা। আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি)। ১৯৮৯ সালের ৪ জুন চীনের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রের দাবির আন্দোলনে চীন সরকার গণহত্যা চালিয়েছিল। সেই ট্র্যাজেডির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত শুক্রবার। এ সময়ে উইঘুর মুসলিমরাও গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার পক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল। এরপর থেকে চীন সরকার উইঘুর মুসলিমদের নির্ম‚ল করার চেষ্টা চালাচ্ছে। চীন থেকে মুছে ফেলতে উইঘুর মুসলামানদের আটক, নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক কাজে খাটানোসহ নারীদের ধর্ষণ, ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া, গর্ভবতী উইঘুর নারীদের গর্ভপাত করা এবং পুরুষদের ডিটেনশন ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীনা সরকার উইঘুরদের ধর্মীয় ও অন্যান্য স্বাধীনতা ক্রমে হরণ করেছে এবং গণনজরদারি, বন্দিত্ব, মগজধোলাই এবং জোরপূর্বক বন্ধ্যাকরণ করানোর ব্যবস্থা গড়ে তুলেছে। এসব বিষয় নাটকটিতে তুলে ধরা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ