Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে ৫ লাখ টাকার কাঠ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে ঘাগড়া কলাবাগান থেকে রাঙ্গুনিয়া রানীরহাটে পাচারকালে গতকাল যৌথ অভিযান চালিয়ে ১৩১.৭৩ ঘনফুট রদ্দা সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বন বিভাগ সূত্র জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন কলাবাগান নামকস্থানে ট্রাক নং (চট্টমেট্রো ট-০৫-০৪৮৭) কে বন বিভাগ সংকেত গাড়িটি না থামিয়ে সংকেত অমান্য করে দ্রুতগতিতে রাঙ্গুনিয়া রানীরহাটের দিকে যাইতে থাকে। সেনাবাহীনির সহযোগিতায় ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা ফরেস্টার আবদুল জব্বার এর নেতৃত্বে বনকর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করে ঘাগড়া বাজার স্থানে আটক করে। এসময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশী চালিয়ে ১৭৭ টুকরা সমান ১৩১.৭৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত বনজদ্রব্য কাঠ ও ট্রাক ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ