Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ফজলে হাসান আবেদের স্মরণসভা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম | আপডেট : ৮:৫৩ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২০

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রগতি ব্র্যাক ডিবিশনাল ম্যানেজার মো. মারুফ হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়নন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্র্যাক মাইক্রোফিনেন্স আঞ্চলিক ব্যবস্থাপক তারেক হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক মানুষের কিছু নির্দিষ্ট স্বপ্ন থাকে। মানুষকে এগিয়ে নিতে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হয়। তেমনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ছিলেন একজন সফল ব্যক্তি। যার অনুপ্রেরনায় ব্র্যাক আজ সাফল্যের শীর্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মরণসভা

১৩ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ