Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানোয়ার আলী সানুর স্মরণসভায় ডা. শাহাদাত প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন অবহেলিত

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্বের ধন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের অবদান যুগ যুগ ধরে চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বর্তমান সময়ে সরকারের অন্দরমহলের ঘনিষ্ঠ বহু কর্মকর্তা মুক্তিযুদ্ধের সনদ জালিয়াতির মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে। অথচ দেশের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়ে গেছেন অবহেলিত। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ও জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু’র ১ম মৃত্যুবার্ষিকীতে গতকাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জামাল খান ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সৈয়দ সানোয়ার আলী সানু বিএনপির রাজনীতিতে সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ একজন ত্যাগী নেতা ছিলেন। চট্টগ্রাম নগর বিএনপিকে আজকের এ পর্যায়ে উন্নীত করতে তিনি নিরন্তর কাজ করে গেছেন। তিনি বলেন সৈয়দ সানোয়ার আলী সানু রাজনীতির পাশাপাশি শতদল ক্লাবের মতো একটি ক্রীড়া ও সামাজিক সংগঠনের কর্ণধার ছিলেন।
স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা বিএনপিসাধারণ সম্পাদক হারুন জামান, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহেদ বক্স, তোহিদুস সালাম নিশাদ, বাবু টিংকু দাশ, ছাইফুর রহমান শপথ, মুক্তিযোদ্ধা এম এ মতিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নবাব খান, হানিফ সওদাগর, হাজী মনির আহমদ, সৈয়দ সওকত আলী, বেলায়েত হোসেন বুলু, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, আলাউদ্দিন সুমন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সানোয়ার আলী সানুর স্মরণসভায় ডা. শাহাদাত প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন অবহেলিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ