Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাবিতে সাবেক ভিসি ফজলুল হালিম চৌধুরীর স্মরণসভা নিয়ে বিতর্ক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৬তম ভিসি প্রফেসর ফজলুল হালিম চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ফজলুল হালিম চৌধুরীর কন্যা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম এই স্মরণ সভার সভাপতিত্ব করেন। এতে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, এমিরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। স্মরণসভা আয়োজনকালে অডিটোরিয়ামের পেছনে ‘ফজলুল হালিম চৌধুরী রাজাকার ছিলেন, তার স্মরণ সভা ঢাকা বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না’ লেখা সংবলিত প্লাকার্ড বহন করে উর্দু বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলাম এবং শক্তি ইনস্টিটিউটের ছাত্র নাজমুল হাসান। তারা মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে এই প্রতিবাদ করে। পরে তাদের আটক করে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মুসলেখা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানা যায়। এ ঘটনার নিন্দা জানিয়ে বুধবার কর্মসূচী দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। তাদের কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৬ এপ্রিল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি, ২১ এপ্রিল ১১টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, ২৩ এপ্রিল ১১টায় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ২৫ এপ্রিল সকাল ১১টায় স্মরণসভা , প্রতিবাদ, বিচার ও রাজাকারদের তালিকা প্রকাশের দাবিতে মুক্তিযুদ্ধমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসি ফজলুল হালিম চৌধুরীর স্মরণসভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ