Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সরকারি জমিতে মসজিদ রাখবেন না সাহিব সিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বিজেপির আইনপ্রণেতা পারবেশ সাহিব সিং ভারমা দিল্লির বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘কয়েক দিন পরে শাহিনবাগের বিক্ষোভকারীরা আপনাদের বাড়িতে ঢুকে বোন আর মেয়েদের ধর্ষণ করবে, খুন করবে’। এনডিটিভি জানিয়েছে, সিএএ বিরোধী আন্দোলনে ক্ষুব্ধ বিজেপি শাহিনবাগকেই নির্বাচনি প্রচারণার হাতিয়ার বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আর ওই আইন প্রণেতার মন্তব্যে সেই নীতিরই প্রতিফলন ঘটেছে। মঙ্গলবার ওই নির্বাচনি প্রচারণায় যোগ দিয়ে দিল্লির বিকাশপুরিতে বিজেপি আইনপ্রণেতা পারবেশ সাহিব সিং ভারমা বলেন, ‘এটা কেবল আরেকটা নির্বাচন নয়। এটা জাতীয় ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। ১১ ফেব্রুয়ারি যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এক ঘণ্টার মধ্যে আর কোনও বিক্ষোভকারীকে দেখা যাবে না। আর এক মাসের মধ্যে সরকারি জমিতে আমরা আর কোনও মসজিদ রাখবো না’। উল্লেখ্য, আগে গভর্নরকে লেখা চিঠিতে আইনপ্রণেতারা অভিযোগ তোলেন দিল্লিতে ‘ব্যাঙের ছাতার মতো’ মসজিদ ও কবরস্থান গড়ে উঠেছে। তবে সেখানকার সংখ্যালঘু কমিশনের তদন্তে ওই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘দিল্লির মানুষকে বুঝতে হবে কয়েক বছর আগে এই আগুন কাশ্মিরে জ্বলেছিল। আর তাতে কাশ্মিরি পন্ডিতদের বোন-মেয়েরা ধর্ষণের শিকার হয়েছিল। এনডিটিভি, এএনআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ