Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন -আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি তাবিথ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১:১৭ পিএম

আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেভাবে দায়িত্ব পালন করলে প্রতিপক্ষ বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বলেন, বিগত নির্বাচনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছিল। এবার আপনাদের করণীয় কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার দুপুর পৌনে বারটার দিকে মোহাম্মদপুরের শের শাহ সুরী ঈদগাঁও মাঠের সামনে পথসভায় এসব কথা বলেন তিনি ।

নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, আপনারা (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালন করুন। যাতে ভোটরা ভয়-ভীতি মুক্ত হয়ে ভোট প্রয়োগ করতে পারেন। আমরা ইসিতে ১৪০টার বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টা নিষ্পত্তি করে দিয়েছে। এই যদি হয় ইসির ভূমিকা তাহলে ঢাকায় নির্বাচনের যে উৎসব আছে বিলীন হয়ে যাবে।

তাবিথ আউয়াল ভোটারদের উদ্দেশ্য বলেন, ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকী আছে। আপনারা সজাগ ও সতর্ক থাকুন। যার যার ভোটটি আপনারা দিবেন। আমরা যদি ভোট দিতে কেন্দ্র না যাই তাহলে আমাদের ভোট অন্য কেউ দিয়ে দেবে। অন্যদের ভোট চুরি করা সহজ হয়ে যাবে। তাই আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, রুখে দাড়াতে হবে। আমরা প্রত্যেকে সকাল সকাল ভোট দিতে যাবো।

তিনি আরো বলেন, সরকার ভয় পাচ্ছে। ধানের শীষের পক্ষে গণঅভ্যুত্থান ঘটে গেছে এই ভেবে। এবার তাই তারা (প্রতিপক্ষ) বিশৃঙ্খলা ও বির্তক সৃষ্টি করতে চাইবে। আমরা কোন সুযোগ দিবো না। ১ তারিখ সকলে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের ভোট দিবো। আমরা সবচেয়ে বড় পরির্বতন আনবো। জনগণের ক্ষমতা ফিরিয়ে আনবো। মেয়রপ্রার্থী বলেন, ঢাকাকে আমরা বসবাসযোগ্য সবুজায়ন করবো।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ সভাপতি বজলুল বাসিত আঞ্জু, দফতর সম্পাদক এবিএম রাজ্জাক, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাজেদুল হক রনি, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. লিটন মাহমুদ বাবুসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ