Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমা মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

সিলেটের গোয়াইনঘাটে বিছানাকান্দি পাথর কোয়ারীতে পাথর উত্তোলনে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করার বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিছানাকান্দি কোয়ারী হতে ১৫টি শেলু মেশিন, ৬টি বোমা মেশিনসহ যান্ত্রিক পদ্ধতির ২ কোটি টাকার ইকুইপমেন্ট ধ্বংস করা হয়।
গতকাল সকাল ১১টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়। মো. নাজমুস সাকিব জানান, বিছানাকান্দি পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রক্রিয়ায় যুক্ত শেলু ও বোমা মেশিন চালানোর অপরাধে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ যে কোন কর্মকান্ড বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে। অভিযান পরিচালনাকালে কোয়ারী এলাকায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ