Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বাইতুল মুকাদ্দাসের খতিব, আল্লামা শায়খ ইয়াকুব আব্বাসী বলেছেন, মুসলমানদের ঈমান, আকিদা, আমল ও ভ্রাতৃত্ববোধের অভাবের কারণেই মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা হাতছাড়া হয়ে গেছে। দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কারণেই মসজিদুল আকসায় মুসলমানরা নামাজ আদায় করতে পারছে না। পরকালকে সামনে রেখে প্রকৃত দ্বীনি চেতনা নিয়ে ঈমান-আমলসহ ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করলেই মসজিদুল আকসা আবার মুসলমানদের হস্তগত হবে।
তিনি গত রোববার রাতে বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা আয়োজিত এক ইসলামী মহাসম্মেলনে বক্তৃতাকালে এসব কথা বলেন। মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আল্লামা ইসমাঈল নুরপুরী। খতিব ইয়াকুব আব্বাসী বলেন, সারা দুনিয়ায় ইসলামের প্রচার প্রসার ঘটেছে। আর তা সম্ভব হয়েছে নবী মুহাম্মদ (সা.)’র কঠোর পরিশ্রমের বিনিময়ে। দুনিয়ায় আমরা কেউই থাকবো না কিন্তু আখেরাতে ভালো থাকার উপাত্ত সহীহ আমল সাথে নিয়ে যেতে হবে। যদি আমরা বেশি বেশি সহীহ আমল নিয়ে না যেতে পারি তবে আখেরাতেও আমাদেরকে মিসকিন হয়ে থাকতে হবে। আমলদার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা অনেক মূল্যবান পুরষ্কার জারি রেখেছেন। তিনি আরও বলেন, দ্বীনের পথে চলতে হবে। আলেম-ওলামাদের সম্মান করতে হবে। তাদেরকে মহব্বত করতে হবে। তাদের সাহচর্যে থাকতে হবে। সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী শিক্ষাই পরিপূর্ণ ইসলামে প্রবেশের পথকে সুগম করবে। তিনি বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করেন। বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন। সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করেন।



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ২৮ জানুয়ারি, ২০২০, ৭:২৬ এএম says : 0
    ইসলামী শিক্ষা অর্জন করে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ