Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় আগ্রাসন রুখব শেষ রক্তবিন্দু দিয়ে

বাম গণতান্ত্রিক জোটের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, শেষ রক্তবিন্দু দিয়ে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবো। তারা বলেন, ভারতীয়রা মিথ্যা অভিযোগে প্রতিনিয়ত পাখিরমত গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে। তারা এ সাহস পাচ্ছে বাংলাদেশের সরকারের নীরবতার কারণে। নেপাল সীমান্তে একজন নেপলীকে হত্যা করার কারণে নেপাল সরকার ও জনগণের প্রতিবাদের মুখে ভারত সরকার ও বিএসএফ কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের নীরবতায় এ বছরের জানুয়ারি মাসের প্রথম ২০ দিনেই ১৭ জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।

গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাদের (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার ভারতের কাছে নতজানু। এ সরকারের একজন মন্ত্রী ভারতীয়দের বাংলাদেশি হত্যাকান্ডের পক্ষে সাফাই গাইছেন। তিনি এ সকল হত্যাকান্ডে ভারতীয়দের কোনো দোষ খুঁজে পান না। বাংলাদেশিদের চরিত্র দোষের কারণেই নাকি এসকল হত্যাকান্ড ঘটছে। নেতৃবৃন্দ মন্ত্রীর এ ধরণের মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ভারতের দালাল এ মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, ভারতীয় সরকারের মদদে এ সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতাসীন হওয়ায় তারা ভারতের সরকারের কাছে আত্মসমর্পনমূলক তোষামদী আচরণ করছে। নেতৃবৃন্দ সীমান্তে ভারতের হত্যাকান্ড ও এ বিষয়ে সরকারের ক্ষমাহীন নীরবতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সরকারের মন্ত্রীরা বাংলাদেশ ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সাথে তুলনা দিচ্ছেন। আরেকজন মন্ত্রী বাংলাদেশ- ভারতের বর্তমান সম্পর্ককে ইতিহাসের সবচেয়ে ভাল বলে আখ্যা দিচ্ছেন। বাংলাদেশ-ভারত রাখিবন্ধন চির অটুট রাখার অঙ্গীকার করছেন। নেতৃবৃন্দ বলেন, তারা রাখিবন্ধন দেখেছেন কিন্তু হিন্দুত্ববাদী ভারতীয় সরকার বাংলাদেশীদের রক্তে যে হোলি খেলছে তা তাদের নজরে পড়ছে না।

নেতৃবৃন্দ বলেন, এনআরসি, সিএএ প্রভৃতি আইনের নামে হিন্দুত্ববাদীরা বাংলাদেশের উপর মিথ্যা অভিযোগ দিচ্ছে। বাংলাভাষী ভারতীয় মুসলমানদের বাংলাদেশী আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়ার অপচেষ্টা করছে ভারত। নেতৃবৃন্দ সীমান্তে ভারতের হত্যাকান্ড ও এ বিষয়ে সরকারের ক্ষমাহীন নীরবতার বিরুদ্ধে প্রতিরোথ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ