মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে দেশপ্রেমের কবিতা আর শুভেচ্ছায় সয়লাব ইন্টারনেট। তার মধ্যে সবকিছুকে ছাপিয়ে উঠেছে বলিউড বাদশাখ্যাত শাহরুখ খানের একটি ভিডিও। তাতে তিনি বলেছেন, আমি একজন মুসলিম। আমার স্ত্রী হিন্দু। আমার সন্তানরা ইন্ডিয়ান। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শাহরুখ খানের এই ভিডিও ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। স¤প্রতি বেশ কিছু শোতে অংশ নিয়েছেন শাহরুখ খান এবং ধর্ম নিয়ে কথা বলেছেন। সেসব বক্তব্যের একটি ক্লিপ শেয়ার হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। এতে তিনি বলেছেন, আমাদের মধ্যে হিন্দু-মুসলিমের কোনো তফাৎ নেই। আমার স্ত্রী একজন হিন্দু। আমি একজন মুসলিম। আমার সন্তানরা ইন্ডিয়ান। তারা যখন স্কুলে গিয়েছিল, তখন আমাদেরকে ধর্মের পরিচয় বিষয়ক একটি শ‚ন্যস্থান প‚রণ করতে হয়েছে। আমার কন্যা আমাকে প্রশ্ন করলো- ‘আমাদের ধর্ম কি?’। আমি লিখলাম, আমরা ভারতীয়। আমাদের আর কোনো ধর্ম নেই। তা থাকাও উচিত নয়। এতে আরো বলা হয়, শাহরুখ খানের সন্তানরা বর্তমানে পড়াশোনা করছে বিদেশে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।